বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

কাউনিয়ায় খোলাবাজারে ৩৫ টাকা কেজিতে আলু বিক্রি 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়ায় খোলাবাজারে ৩৫ টাকা কেজিতে আলু বিক্রি 

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে আরও এক টাকা কমে রংপুরের কাউনিয়ায় খোলাবাজারে আলু বিক্রি শুরু হয়েছে। পূর্ব নির্ধারিত মূল্য ৩৬ টাকা হলেও বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে।

সোমবার (৬ নভেম্বর) আলুর বাজার নিয়ন্ত্রণে রংপুর জেলা প্রশাসন ও কাউনিয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে রংপুর জেলা আলুচাষী ও ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে উপজেলা গালর্স স্কুল মোড়ে ট্রাকে করে ন্যায্যমূল্যে আলু বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী  অফিসার  মো. মহিদুল হক। 

এ সময় উপস্থিত ছিলেন বালাপাড়া ইউপি চেয়ারম্যান মো. আনছার আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফিরোজ সরকার, জেলা আলু চাষী ও ব্যবসায়ীর সমিতির কৃষি বিষয়ক সম্পাদক এবং জেলা  প্রতিনিধি মো. মঞ্জুম আলী, জেলা আলু চাষী ও ব্যবসায়ী সমিতির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মদন কুমার সাংবাদিক জহির রায়হান, সাইফুল ইসলাম প্রমুখ। 

কাউনিয়া  উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হক  জানান, যে পর্যন্ত ভোক্তাদের মধ্যে চাহিদা আছে, বাজার পরিস্থিতি স্বাভাবিক না হয়, ততক্ষণ পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে। 

সেই সঙ্গে বাজার ও হিমাগার পর্যায়ে সরকার নির্ধারিত দামে আলু বিক্রি নিশ্চিত করতে যথাযথ মনিটরিং চলামান আছে এবং উপজেলার প্রতিটি হিমাগারে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে যেন সরকার নির্ধারিত মূল্যে আলু ক্রয় ও বিক্রয় করা হয় এবং সিন্ডিকেট  ব্যাবসায়ীরা কারসাজি করতে না পারে এটা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা  গ্রহণ করা হবে।

টিএইচ